থাইল্যান্ডে করোনায় মাত্র একজন আক্রান্ত
থাইল্যান্ডে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে কম আক্রান্তের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর, দেশটিতে মাত্র একজনের করোনা শনাক্ত হয়েছে এবং নতুন কোনো মৃত্যু নেই।
থাইল্যান্ডে ৯ মার্চের পর সবচেয়ে কম সংক্রমণ এটাই। কর্তৃপক্ষ বলছে, নারাথিওয়াত প্রদেশে ৪৫ বছর বয়সী এক থাই পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সরকারের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র তাইসিন উইসানুইয়োথিন জানান, গত দুই সপ্তাহ ধরে নতুন সংক্রমণের হার কমছে। জানুয়ারিতে থাইল্যান্ডে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৮ জন এবং মৃতের সংখ্যা ৫৪। এখনো ১৮৭ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়েছে ২ হাজার ৭৪৭ জন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
শেয়ার করুন