তালেবানকে মোকাবেলায় আইএসে যোগ দিচ্ছে সাবেক আফগান সৈন্যরা
আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের মোকাবেলা করতে উগ্রবাদী সংগঠন আইএসে যোগ দিচ্ছে সাবেক আফগান সরকারের নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর সদস্যরা।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সাবেক আফগান সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের বেশ কিছু সদস্য আইএসে যোগ দিয়েছে। আইএসে যোগ দেয়া এই সাবেক আফগান সৈন্যরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত।
এতে আরো বলা হয়, আগস্টে আফগান সরকারের পতনের পর সামরিক বাহিনীও ভেঙে পড়ায় সাবেক এই সৈন্যরা নিজেদের জীবিকা উপার্জন অব্যাহত রাখার পাশাপাশি তালেবান যোদ্ধাদের মোকাবেলা করতে আইএসে যোগ দেয়।
আইএসে যোগ দেয়া সাবেক এই সৈন্যদের সংখ্যা কম হলেও তা ক্রমেই বাড়ছে বলে খবরে জানানো হয়।
আগস্টে আফগানিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকে আইএস দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন