শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
উত্তর কোরিয়ার ৫ জন নাগরিকের ওপর জারিকৃত নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে রাশিয়া ও চীন
ছবি: এলএবাংলাটাইমস
উত্তর কোরিয়ার ৫ জন নাগরিকের ওপর জারিকৃত নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে রাশিয়া ও চীন।
বৃহস্পতিবারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ৫ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব উত্থাপন করে। যুক্তরাষ্ট্র জানায়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল টেস্টিং এর পিছনে এই ৫ জন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
চীন ও রাশিয়া কোনপ্রকার নিষেধাজ্ঞা জারি করার পক্ষে নয় বলে জানা গিয়েছে। চীন জানায়, কোন প্রকার নিষেধাজ্ঞা জারি করার পূর্বে তাঁরা নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে আরো গভীরভাবে জানতে চায়। অপরদিকে, রাশিয়া জানিয়েছে যে তাঁরা যুক্তরাষ্ট্র কর্তৃক দায়েরকৃত অভিযোগের প্রমাণ চায়।
বর্তমানে জাতিসংঘ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা সাধারণত ৬ মাস স্থায়ী হয়। পরবর্তীতে পরিস্থিতির ওপর নির্ভর করে তা আরো ৩ মাস বৃদ্ধি পেতে পারে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
শেয়ার করুন