ইউক্রেনে সেনা মোতায়েন হবে না : ন্যাটো প্রধান
রাশিয়া ইউক্রেনে হামলা চালালেও দেশটিতে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে রোববার জানিয়েছেন ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ। উল্লেখ্য, ইউক্রেন ন্যাটোভুক্ত দেশ নয়।
রাশিয়া আক্রমণ করলে অ-ন্যাটোভুক্ত দেশটিতে সামরিক সাহায্য পাঠাবে কিনা বিবিসি টেলিভিশনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই আমাদের। আমরা বরং অন্য সহযোগিতা প্রদানে বেশি মনোনিবেশ করছি।
তিনি আরো বলেন, ন্যাটোর সদস্য হওয়া এবং এর শক্তিশালী এবং মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। সেটা বুঝতে হবে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন