রক্ষীকে মেরে সঙ্গীকে নিয়ে চিড়িয়াখানা থেকে পালালো সিংহী
ইরানের একটি চিড়িয়াখানায় এক রক্ষীকে আক্রমণ ও হত্যা করেছে সিংহী। পরে ওই সিংহী তার সঙ্গী সিংহকে নিয়ে পালিয়ে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সিংহ জুটিকে আবারও বন্দি করা হয়েছে।
চিড়িয়াখানার এক কর্মী জানান, কয়েক বছর ধরে আছে সিংহীটি এ চিড়িয়াখানায়। সে কোনোভাবে খাঁচার দরজা খুলে বের হয়ে এসে ৪০ বছর বয়সী ওই রক্ষীকে আক্রমণ করে। নিহত রক্ষী ওই সিংহ জুটির জন্য খাবার নিয়ে এসেছিলেন।
তিনি আরও জানান, গত রবিবার সিংহ দুটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়।
জানা যায়, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে মারকাজি প্রদেশের আরাক শহরে অবস্থিত চিড়িয়াখানাটি।
প্রদেশটির গভর্নর আমির হাদি বলেন, এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানার নিয়ন্ত্রণে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সিংহ দুটিকে জীবিত বন্দি করা সম্ভব হয়েছে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন