বিধবা পুত্রবধূকে ধুমধাম করে বিয়ে দিলেন শ্বশুর-শাশুড়ি
ভারতের পশ্চিমবঙ্গে এক বিধবা নারীকে বিয়ে দিয়েছেন তার শ্বশুর-শাশুড়ি। ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গর হলদিয়ার সুতাহাটার অনন্তপুর এলাকায়। ২৩ বছরের বিধবা পুত্রবধূ শুভ্রাকে বিয়ে দিলেন শ্বশুর নকুল ঘাঁটি ও শাশুড়ি নন্দিতা ঘাঁটি।
জানা যায়, ছেলে অর্ণবের সঙ্গে বিয়ে দিয়ে শুভ্রাকে ঘরে এনেছিলেন নকুল ও নন্দিতা। কিন্তু ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় অর্ণবের মৃত্যু হলে শোকের ছায়া নেমে আসে পরিবারে। অর্ণব-শুভ্রার ঘরে রয়েছে দেড় বছরের একটি পুত্রসন্তান।
শ্বশুর নকুল এবং শাশুড়ি নন্দিতা ঠিক করেন শুভ্রাকে আবার বিয়ে দেবেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বিয়ে ঠিক করেন হলদিয়ার রামগোপালচকের ২৬ বছরের বাসিন্দা মধু সাঁতরার সঙ্গে। তিনি শুভ্রার দেড় বছরের ছেলেকেও নিজের ছেলে হিসেবে গ্রহণ করতে রাজি হন। মধু এক গাড়ির শোরুমের কর্মচারী।
করোনাভাইরাসের বিধি মেনেই ধুমধাম করে সম্পন্ন হয় শুভ্রা-মধুর বিয়ে। বিধবা পুত্রবধূকে বিয়ে দিয়ে নকুল-নন্দিতা যেন অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, এমনটাই বলছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন