আপডেট :

        মে দিবসে মঞ্চে আসবে আরণ্যকের ‘রাঢ়াঙ’

        সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

        অন্য বছরের চেয়ে ২০২৪ সালের বন্যা ছিল ভিন্ন: প্রধান উপদেষ্টা

        ব্যস্ত জীবনে একাকীত্ব একটি বড় মানসিক স্বাস্থ্য সমস্যা

        ব্যস্ত জীবনে একাকীত্ব একটি বড় মানসিক স্বাস্থ্য সমস্যা

        ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে

        আর্সেনালকে তাদের মাঠে হারিয়ে ফাইনালের পথে আছে পিএসজি

        রমনা বটমূলে হামলা: হাইকোর্টের রায় ৮ মে

        ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত!

        পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান

        ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানো উচিত

        ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানো উচিত

        ডাকাত দেখে অসুস্থ ব্যবসায়ীকে পানি পান করিয়ে সুস্থ করার পর টাকা-স্বর্ণালংকার লুট

        হামলার পর পেহেলগামে ধীরে ধীরে ফিরছেন পর্যটকেরা

        মেট গালায় ভারতীয় সেলিব্রিটিদের ঝলকানি

        স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, অনিশ্চয়তায় বার্সা-ইন্টার সেমিফাইনাল ম্যাচ

        ফোবানা সম্মেলনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে

        স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, অনিশ্চয়তায় বার্সা-ইন্টার সেমিফাইনাল ম্যাচ

        কাঁচা না পাকা আম, কোনটি বেশি উপকারী

        এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ব্যাংক জালিয়াতিতে এক বাংলাদেশি দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রে ব্যাংক জালিয়াতিতে এক বাংলাদেশি দোষী সাব্যস্ত

মাহাবুব জামান

জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ১৫টি ব্যাংক থেকে ৮০ লাখ ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে বাংলাদেশি এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত।

টানা দুই সপ্তাহ শুনানির পর গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার জুরি বোর্ড মাহাবুব জামান (৪২) নামের ওই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে।বিচারকরা বলছেন, মাহবুব ১৬ সদস্যের একটি সংঘবদ্ধ প্রতারক দলের নেতা ছিলেন। ওই দলটির বাকি সদস্যরাও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী। ফেডারেল জজ এলিসন জে নাথানের এজলাসে ওই প্রতারণা মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যার বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের হাতে ১৫ নভেম্বর এসে পৌঁছায়। তাতে দেখা যায়, ২০০৮ সাল থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত সংঘবদ্ধ দলটি এই প্রতারণা করে আসছিল।
আদালতের দেওয়া তথ্য অনুযায়ী, মাহবুব ও তার দল ভুয়া কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট, জাল সোস্যাল সিকিউরিটি নম্বর এবং পরিচয়পত্র,  জাল বাংলাদেশি পাসপোর্ট তৈরির পর তাতে যুক্তরাষ্ট্রের জাল ভিসার সিল এবং চেক জালের মাধ্যমে নিউ ইয়র্কের ১৫টি ব্যাংক থেকে ওই ৮০ লাখ ডলার হাতিয়ে নেয়।আর প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার সময় মাহবুবসহ দলের অনেকেই বেশ কয়েকবার নিজের নামও পরিবর্তন করেন বলে বিচারকরা প্রমাণ পেয়েছেন।আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি মাহবুবের সাজার মেয়াদ ঘোষণা করবে আদালত।প্রসিকিউটররা সংবাদ মাধ্যমকে জানান, মাহাবুবের সর্বোচ্চ ৫৫ বছরের কারাদণ্ড হতে পারে।
প্রতারক দলের বাকিরা কে কোথায়? 
মাহবুব ও তার দলের জালিয়াতির নেটওয়ার্ক নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল বলে আদালত প্রমাণ পেয়েছে।ম্যানহাটানের ইউএস অ্যাটর্নি প্রীত ভারারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ সদস্যের সংঘবদ্ধ দলটির ‘নেতা’ ছিলেন মাহাবুব জামান, যার গ্রামের বাড়ি বাংলাদেশের যশোরে। তিনি বলেন, “প্রতারক চক্রের হোতাকে দোষী সাব্যস্ত করায় সবার বিরুদ্ধে শাস্তি প্রদানের পথ সুগম হল। কারণ অপর ১৫ জনের ১১ জন আগেই নিজেদের দোষ স্বীকার করেছেন।”অ্যাটর্নি প্রীত ভারারা জানান, এই চক্রের এক সদস্য সাঈদ আল হোসেন ওরফে সুমনকে (৪৭) গত বছরের নভেম্বরের মাঝামাঝি গ্রেপ্তার করা হয়।হামিদ খান ওরফে আব্দুল হামিদ (৪৩) নামের আরেক অভিযুক্ত এখনও বাংলাদেশে পালিয়ে আছেন বলে জানান তিনি।প্রীত ভারারা বলেন, এছাড়া খায়রুল ইসলাম (৫৮),  আব্দুর রাজ্জাক (৫৪) এবং আকতার রহমান (৪৮) নামের তিনজন এখনও পলাতক রয়েছেন।বাকি বাংলাদেশিরা গ্রেপ্তার রয়েছেন। তাদের বিরুদ্ধে কী রায় হবে, তার ধারণা পাওয়া যায়নি। তবে মাহাবুব জামানের মতো অন্যদের বিরুদ্ধেও রায় ঘোষণা করবে একই আদালত।
যেভাবে জালিয়াতি করা হয়েছে
ফেডারেল কোর্টের তথ্য অনুযায়ী,  প্রতারণা করতে প্রথমে মাহবুব জামানের নেতৃত্বাধীন দলটির সদস্যরা ব্যাংকের আস্থা অর্জনের কাজ করে।তারা ভুয়া কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে তাতে মোটা অঙ্কের লেনদেন করে ব্যাংক কর্মকর্তাদের আস্থা অর্জনের পরপরই জাল চেক জমা দেয়। সুযোগ বুঝে এমন দিনেই ওই জাল চেকগুলো প্রতারকরা জমা দেন, যেদিন চেকের সত্যাসত্য যাচাইয়ে ব্যাংকে শৈথিল্য ছিল।জাল চেকের বিপরীতে মোটা অংকের অর্থ একইসঙ্গে তোলার জন্য তারা বেছে নেন নিউ জার্সি রাজ্যের ‘ক্যাসিনো সিটি’ হিসেবে পরিচিত আটলান্টিক সিটির এটিএম মেশিনকে।
বাকি অঞ্চলের এটিএম বুথ থেকে ১০ হাজার ডলারের বেশি তোলা না গেলেও আটলান্টিক সিটিতে যত খুশি তত ডলার তোলার সুযোগ রয়েছে। এভাবেই তারা মোট ১৫টি ব্যাংকে অ্যাকাউন্ট খোলে এবং জালিয়াতি করে।।একই সময়ে জাল কাগজপত্রের মাধ্যমে সংঘবদ্ধ এ চক্রটি বাড়িঘর কেনার কথা বলেও ঋণ বরাদ্দের মাধ্যমে মোটা অঙ্কের ডলার হাতিয়ে নিয়েছে।এছাড়া ক্রেডিট কার্ড বানিয়েও এই চক্র মোটা অর্থ আত্মসাৎ করেছেন বলে পুলিশের অভিযোগ রয়েছে।ফেডারেল আদালতের বিচারকরা বলেছেন, মাহাবুব জামান এবং তার সহযোগীরা ভুয়া সোস্যাল সিকিউরিটি নম্বর, ভুয়া পরিচয়পত্রও তৈরি করেন। এমনকি তারা বাংলাদেশি পাসপোর্টও জাল করেন। জাল পাসপোর্টে যুক্তরাষ্ট্রের জাল ভিসাও ইস্যু করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত