ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যাচ্ছেন না ট্রাম্প
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন না—এটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যে জল্পনা শুরু হয়েছিল, সেটির অবসান ঘটাল এই ঘোষণা।
গত কয়েকদিন ধরে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছিলেন যে, তিনি হয়তো তার পূর্ব-নির্ধারিত মধ্যপ্রাচ্য সফরসূচি বদলে তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দিতে পারেন।
বুধবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, “পুতিন চায় আমি সেখানে থাকি।” এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে পরে ক্রেমলিনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই।
এরপরই হোয়াইট হাউসের দুই কর্মকর্তা CNN-কে নিশ্চিত করেন যে, ট্রাম্পও আলোচনায় অংশ নিচ্ছেন না।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে ট্রাম্পের তিন-দেশ সফরের সূচি পরিবর্তন করা হবে বিপর্যয়কর।”
কেবল ভ্রমণের দিক থেকেই নয়, এত অল্প সময়ের মধ্যে এতো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ট্রাম্পকে প্রস্তুত করাও একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হতো।
যদিও এসব বাস্তবতা থাকলেও ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েই গেছেন—তিনি যেতে পারেন। এ নিয়ে তার নিজের টিম ও সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিক কেইটলান কলিন্স এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘’পুতিন চাইছে আমি সেখানে যাই, তাই এটা সম্ভব। আমি অনেক জীবন বাঁচাতে গেলে সেটাই করব।”
তিনি আরও বলেন, ‘’আমি না গেলে পুতিনও যাবেন না—এমনটা হতে পারে।”
বিরোধপূর্ণ পরিস্থিতি হলো—পুতিন নিজেই আলোচনায় যাচ্ছেন না, যদিও তিনিই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন—তিনি শুধুমাত্র পুতিনের সঙ্গেই আলোচনা করবেন, অন্য কোনো রুশ প্রতিনিধির সঙ্গে নয়।
এই ঘটনাকে অনেকেই ট্রাম্প-পুতিন সম্পর্কের আরেকটি নাটকীয় পর্ব হিসেবে দেখছেন। ট্রাম্প বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই তিনি জানাবেন আসলে পুতিন তার সঙ্গে ‘খেলা’ করছেন কিনা।
ট্রাম্প বর্তমানে দোহা (কাতার) এবং আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত) সফরে রয়েছেন। শুক্রবার তিনি ওয়াশিংটনে ফিরে যাবেন। এদিকে, আলোচনার গুরুত্ব অনেকটাই কমে গেছে, যেহেতু দুই প্রধান নেতা কেউই সেখানে উপস্থিত থাকছেন না।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন