স্কাইপে কথা বলতে অ্যাপ ইনস্টল করতে হবে না
এতদিন স্কাইপে কথা বলা কিংবা ভিডিও কল করার জন্য স্কাইপ অ্যাপ ইনস্টল করে নিতে হতো। কিন্তু নতুন ভার্সনে স্কাইপ অ্যাপটি ইনস্টল না করেও কথা বলা যাবে।স্কাইপের নতুন এই ভার্সন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। অর্থাৎ অ্যাপ নয় শুধু ওয়েবেই কাজ হবে। মাইক্রোসফটের ব্লগে এ কথা জানানো হয়েছে।আগামী মাসে এই নতুন পদ্ধতি ছড়িয়ে দেয়া হবে সব জায়গায়। যেখান থেকেই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন, সেখান থেকেই করতে পারবেন স্কাইপ কলিং। অ্যাপ ইনস্টল না করা থাকলেও সমস্যা হবে না। এখন স্কাইপ ব্যবহার করা হয় অ্যাপের মাধ্যমে। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেটে ইনস্টল করা যায় স্কাইপ।
News Desk
শেয়ার করুন