আপডেট :

        স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে

        স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ

        আজ ম্যারাডোনার জন্মদিন

        শর্ত সাপেক্ষে চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালো ট্রাম্প

        ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

        চশমার দোকান থেকে ২৬.৮ মিলিয়ন ডলারের মালামাল চুরির অভিযোগে ৬ জন গ্রেফতার

        হোটেলের অতিরিক্ত গরম পানিতে দগ্ধ হয়ে নিহত ১ বৃদ্ধ

        দাবানলের ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হাজারো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ

        ন্যাটোর পূর্ব সীমান্তে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

        প্রশান্ত মহাসাগরে চারটি মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় ১৪ জন নিহত

        ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য সেরা ৮টি স্টেট

        রোবোট্যাক্সি যুগে নতুন সুযোগ দেখতে পাচ্ছে গিগ কর্মীরা: লিফট নির্বাহী

        ‘ভবিষ্যতের চাকরিতে সেরা ডিগ্রি নয়, এআই ও যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ’

        বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন ৮৩ সন্তানের ‘মা’

        পুরাতন ছবি পোস্ট করে ওমর সানীর আক্ষেপ

        ফুটবলে প্রথম নারী ম্যাচ কমিশনার

        রাষ্ট্রীয়ভাবে উদযাপন হবে হুমায়ূন আহমেদের জন্মদিন: উপদেষ্টা ফারুকী

        ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, ইউক্রেন যুদ্ধের ইতি টানা এখন পুতিনের কাজ: ট্রাম্প

        ১১ বছর পর আবারও ক্যালিফোর্নিয়ার ম্যাকক্লেলান-পালোমার বিমানবন্দরে ফিরছে ইউনাইটেড এয়ারলাইনস

        লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (LAX) বিশাল নির্মাণ প্রকল্প: ফ্লাইট স্থানান্তর ও যাত্রীদের বাসে পরিবহন শুরু

মহাকাশের রহস্য উদঘাটনে নতুন মিশন: নাসার স্পেস টেলিস্কোপ ‘স্পেরেক্স’ উৎক্ষেপণ

মহাকাশের রহস্য উদঘাটনে নতুন মিশন: নাসার স্পেস টেলিস্কোপ ‘স্পেরেক্স’ উৎক্ষেপণ

ছবিঃ এলএবাংলাটাইমস

নাসার নতুন মহাকাশ টেলিস্কোপ স্পেরেক্স (SPHEREx) মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই টেলিস্কোপ পুরো মহাবিশ্বকে নতুনভাবে মানচিত্রে আঁকবে এবং শত শত মিলিয়ন গ্যালাক্সির বিস্তৃত চিত্র তুলে ধরবে, যা মহাবিশ্বের শুরু থেকে আজ পর্যন্ত তাদের সম্মিলিত আলোক বিচ্ছুরণ বিশ্লেষণ করবে।

স্পেসএক্সের রকেটের মাধ্যমে মহাকাশে প্রবেশ করা স্পেরেক্স পৃথিবীর মেরুর ওপরে দিয়ে পরিভ্রমণ করবে। এছাড়া, একই রকেটে নাসার আরও চারটি ছোট উপগ্রহও পাঠানো হয়েছে, যা সূর্যের কার্যকলাপ পর্যবেক্ষণ করবে। উৎক্ষেপণের পর, স্পেরেক্স সফলভাবে রকেটের উচ্চ স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে প্রবেশ করে, যেখানে পৃথিবীর নীলাভ চিত্র তার পটভূমিতে ছিল।

৪৮৮ মিলিয়ন ডলারের এই মিশন গ্যালাক্সির সৃষ্টি এবং বিবর্তন কীভাবে ঘটেছে তা জানার পাশাপাশি, মহাবিশ্বের শুরুতে এর দ্রুত সম্প্রসারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি, আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সিতেও এই টেলিস্কোপ অনুসন্ধান চালাবে, যেখানে নতুন সৌরজগত গঠিত হচ্ছে এমন বরফাচ্ছাদিত মেঘে জল এবং জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান খুঁজবে।

স্পেরেক্সের বৈশিষ্ট্য ও কর্মপদ্ধতি

১,১১০ পাউন্ড ওজনের (একটি গ্র্যান্ড পিয়ানোর সমান) শঙ্কু আকৃতির স্পেরেক্স ছয় মাস ধরে পুরো আকাশ মানচিত্রে আঁকবে, তার ইনফ্রারেড দৃষ্টিশক্তি এবং বিস্তৃত ভিউ সহ। আগামী দুই বছরে এটি চারটি পূর্ণাঙ্গ মহাবিশ্ব পর্যবেক্ষণের চক্র সম্পন্ন করবে, যেখানে এটি মেরু থেকে মেরু পর্যন্ত ৪০০ মাইল উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে।

যদিও এটি হাবল বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো নির্দিষ্ট গ্যালাক্সির স্পষ্ট ছবি তুলতে পারবে না, তবে এটি সম্পূর্ণ মহাবিশ্বের সম্মিলিত আলো পর্যবেক্ষণ করবে, যা বিগ ব্যাং-এর পরে প্রথম গ্যালাক্সির আলোক বিচ্ছুরণ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

স্পেরেক্সের প্রধান বিজ্ঞানী জেমি বক (Jamie Bock) বলেছেন, "এই মহাজাগতিক আলো সমগ্র মহাবিশ্বের ইতিহাসে নির্গত সকল আলোর প্রতিফলন বহন করে। এটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মহাবিশ্বকে পর্যবেক্ষণ করার সুযোগ দেবে, যা আগের গবেষণায় বাদ পড়া কিছু গুরুত্বপূর্ণ আলোর উত্সকে চিহ্নিত করতে সাহায্য করবে।"

ইনফ্রারেড প্রযুক্তি ও রঙিন মহাবিশ্বের মানচিত্র

স্পেরেক্সের ইনফ্রারেড ডিটেক্টর ১০২টি ভিন্ন রঙ সনাক্ত করতে পারবে, যা মানুষের চোখের জন্য অদৃশ্য। এর ফলে, মহাবিশ্বের সবচেয়ে বর্ণিল এবং বিস্তৃত মানচিত্র তৈরি করা সম্ভব হবে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (JPL) প্রকল্প ব্যবস্থাপক বেথ ফ্যাবিনস্কি বলেন, "এটি এমন হবে যেন মহাবিশ্বকে রঙধনুর মতো চশমা দিয়ে দেখা হচ্ছে।"

ইনফ্রারেড ডিটেক্টরকে মাইনাস ৩৫০ ডিগ্রি ফারেনহাইট (-২১০ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় ঠাণ্ডা রাখতে, স্পেরেক্সের বিশেষ নকশা করা হয়েছে। এটি তিনটি অ্যালুমিনিয়াম-কোন আকৃতির স্তর দ্বারা আবৃত, যা সূর্য এবং পৃথিবীর তাপ থেকে এটিকে সুরক্ষিত রাখবে। এর আকৃতি অনেকটা কুকুরের চিকিৎসার সময় ব্যবহৃত গলার কলোরের মতো দেখতে।

সূর্যের পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট

স্পেরেক্সের সঙ্গে একই রকেটের মাধ্যমে নাসার চারটি ছোট স্যাটেলাইট ‘পাঞ্চ (PUNCH)’ পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটগুলো নিজেদের পৃথক কক্ষপথে সূর্যের করোনা (বাইরের বায়ুমণ্ডল) এবং সৌর বায়ু পর্যবেক্ষণ করবে।

নাসার এই গবেষণা মিশন আসলে মহাবিশ্বের শুরুর রহস্য এবং গ্যালাক্সির বিবর্তন সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জনের একটি যুগান্তকারী পদক্ষেপ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত