দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
সরকারের ওপর মানুষের আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের ওপর দেশবাসীর আস্থা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাএর প্রমাণ হিসেবে তিনি বিএনপির আন্দোলনের ঘোষণার দিকে ইঙ্গিত করে বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি আন্দোলন এবং সরকার উৎখাতে অনবরত সময় দিচ্ছে। কিন্তু জনগণ তাতে সাড়া দিচ্ছে না। এতেই প্রমাণ হয় জনগণের আস্থা ও বিশ্বাস সরকারের ওপর রয়েছে।এসময় তিনি আবারও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।আজ বুধবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি একথা বলেন।এর আগে বিকাল ৪টার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফের এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, দিকহারা নাবিক কখনই তার লক্ষ্যস্থলে পৌঁছুতে পারে না। জাতিকে আমরা সেই দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি। জনগণ সেটা জানে।তিনি সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েসন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) বিজয়ের ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে মনোনীত করা হয়েছিল বলেই বিজয় সম্ভব হয়েছে।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে একজন যুদ্ধাপরাধীকে ওআইসির মহাসচিব পদে প্রার্থী করায় বাংলাদেশ হেরে যায়। কারণ কোনো যুদ্ধাপরাধীকে (সালাহউদ্দিন কাদের চৌধুরী) কেউ সমর্থন করতে পারে না।একই সদস্যের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বড় দুটি আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অব্যাহত অগ্রযাত্রায় বিষয়ে বিশ্ব সম্প্রদায় পুরোপুরি আস্থা রাখে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।তিনি বলেন, দশম সংসদ নির্বাচন নিয়ে কোনো কোনো মহলের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের জনপ্রতিনিধিদের আন্তর্জাতিক ফোরামে নির্বাচিত হওয়া এটাই প্রমাণ করে যে, সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি ক্রমশই জোরদার হচ্ছে।তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে রেমিটেন্স আয়কারী দেশের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে রিজার্ভ দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। চলতি বছরে স্থানীয় চাহিদা মিটিয়ে ৫০ হাজার মেট্টিক টন চাল রপ্তানির পদক্ষেপ নেওয়া হয়েছে।সিপিএ ও আইপিইউ নির্বাচনে বিজয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, গৌরবের সঙ্গে এ বিজয় দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখাই এই দুটি আন্তর্জাতিক সংস্থার মূল উদ্দেশ্য। এসবক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম : কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া জানতে চান ঢাকা-দাউদকান্দি-কুমিল্লা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণে সরকারের পরিকল্পনা আছে কি-না?জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এটি বাস্তবায়িত হলে ২ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে। চায়না নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।মোবাইল ফোনের কলরেট : লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে মোবাইল ফোনের কলরেট প্রতি মিনিট ২৫ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত নির্ধারিত। দেশে সকল মোবাইল অপারেটরের গড় কলরেট প্রতি মিনিট ৮৩ পয়সা। এটি বিশ্বে অন্যতম সর্বনিম্ন কলরেট হিসেবে বিবেচিত। এই রেট পুন: নির্ধারণে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।দরিদ্র কমছে : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, ২০০৫ সাল থেকে ২০১০ সালের মধ্যে চরম দারিদ্র ব্যাপক হারে কমেছে। দারিদ্রের হার ৪০ দশমিক ৪ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। হতদরিদ্রের সংখ্যা ২৫ শতাংশ থেকে কমে ১৭ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে দারিদ্রের হার ২৪ দশমিক ৪৭ শতাংশ।শিক্ষক নিয়োগে পৃথক কমিশন: চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিএসসি'র আদলে একটি পৃথক কমিশন গঠনের চিন্তা-ভাবনা সরকারের রয়েছে। কমিশন গঠনে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করবে এবং পৃথক কমিশন গঠন করা হবে।তিনি আরো বলেন, বর্তমানে সহকারী শিক্ষকের প্রায় এক হাজার ৪৯১টি এবং প্রভাষকের দুই হাজার ৮৩৪টি পদ শূন্য রয়েছে।মাল্টিমিডিয়া ক্লাস রুম : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রতি উপজেলা/থানার সর্বোচ্চ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট এক হাজার ৪৯৭টি স্কুলে একটি ল্যাপটপ, মাল্টিমিডিয়া, সাউন্ডসিস্টেম ও ইন্টারনেট মডেম সরবরাহ করা হয়েছে। চলতি অর্থ বছরে আরো ৩ হাজার ৯৩০টি স্কুলে একই প্রকারের উপকরণ বিতরণের জন্য অপেক্ষমান এবং তিন হাজার ৫০৪টির জন্য সরঞ্জাম সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ২০১৬ সালের জুন মাসের মধ্যে ৩৯ হাজার ৯০৭টি স্কুলে একটি করে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালু করা হবে।একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আইসিটি শিক্ষার প্রচলন প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ২০ হাজার ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ প্রতিষ্ঠা করা হয়।ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র : জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী বলেন, বর্তমানে চার হাজার ৫৪৭টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এরমাধ্যমে প্রতিমাসে প্রায় ৪৫ লাখ মানুষ সেবা পাচ্ছে। এরফলে মোট ৯ হাজার ৯৪ জন উদ্যোক্তার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।জলবায়ু ট্রাস্ট : কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নিজস্ব তহবিল থেকে জলবায়ু ট্রাস্ট ফান্ডে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে দুর্যোগে ক্ষতি মোকাবেলায় বহুমুখি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঝুঁকি ও ক্ষতি মোকাবেলায় বৈদেশিক সাহায্য নির্ভরতা ছাড়া দুর্যোগ ঝুঁকিহ্রাসে বর্তমান সরকারের বিশেষ প্রস্তুতি রয়েছে।সশস্ত্র বাহিনীতে নারী সদস্য : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী সংসদকে জানান, বর্তমানে এক হাজার ৪২৫ জন নারী চাকরীরত আছেন। এরমধ্যে সেনাবাহিনীতে ৯১২ জন, নৌবাহিনীতে ২৭০ জন এবং বিমানবাহিনীতে ২৪৩জন।
শেয়ার করুন