মাস্ক ব্যবহার নিয়ে নতুন নীতিমালার ঘোষণা দিবেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে ঘরের বাহিরে মাস্ক ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আসতে পারে। মঙ্গলবার (২৭ এপ্রিল) মাস্ক ব্যবহার বিষয়ে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নতুন নীতিমালা ঘোষণার সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের।
হোয়াইট হাউজের ঘনিষ্ঠ তিনটি সূত্র গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এর আগে জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা ড. অ্যান্থনী ফাউসি মাস্ক ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরিস্থিতি বিষয়ে ভাষণ দিবেন। সেখানেই মাস্ক ব্যবহার বিষয়ে নতুন নীতিমালার ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট।
নতুন নীতিমালায় টিকা গ্রহণ করা ব্যক্তিরা ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে পারবে কী না, সে বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তবে নতুন নীতিমালাটি কী ও এর ঘোষণা কী হতে পারে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে নভেম্বরে মাসে চালানো এক গবেষণায় দেখা গেছে, ইনডোর থেকে আউটডোরে করোনার সংক্রমণ ছড়ানোর হার ১৮ শতাংশ বেশি। তবে মাস্ক ব্যবহার আইন এখনো অনেক রাজ্যে কঠিন ভাবে মেনে চলা হচ্ছে।
সম্প্রতি সিডিসি এক নীতিমালায় জানায়, টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তির সাথে টিকা গ্রহণ করেছে এমন ব্যক্তি সংস্পর্শে আসলে অবশ্যই মাস্ক পড়তে হবে ও কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। করোনা আক্রান্ত কারো সংস্পর্শে গেলেও অবশ্যই মাস্ক পরে থাকতে হবে।
সিডিসির নির্দেশনা অনুসারে, ফাইজার ও মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর ও জে এন্ড জে'র টিকা গ্রহণের ১৪ দিন পর থেকে কাউকে 'পরিপূর্ণ টিকাগ্রহীতা' হিসেবে সাব্যস্ত করা হবে।
সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২২৯ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। সেই সাথে বাসিন্দাদের মাস্ক ব্যবহারে রাষ্ট্রীয় নির্দেশ এবং স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ জারি রয়েছে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন