ভুলক্রমে দ্বিতীয় ডোজে ভিন্ন টিকা গ্রহণ করলে করণীয় কী?
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে অনেকদিন ধরেই দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে মডার্না, ফাইজার ও জে এন্ড জে'র টিকা প্রয়োগ চলছে।
ফাইজার এবং মডার্নার টিকার দুইটি ডোজ গ্রহণ করতে হয়। প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হয়। প্রথমে যে কোম্পানির টিকা গ্রহণ করতে হবে, দ্বিতীয়বার সেই কোম্পানির টিকা গ্রহণ করতে হয়।
সাধারণত স্বাস্থ্যকর্মীরা প্রথম ডোজের টিকা গ্রহণের কার্ড ও টিকা কোম্পানির নাম দেখেই টিকা প্রয়োগ করে থাকে। তবে এই ক্ষেত্রে ভুলে অন্য কোম্পানির টিকা প্রয়োগ করে ফেলাও অস্বাভাবিক কিছু নয়।
প্রথম ডোজের টিকা কোম্পানির সাথে যদি দ্বিতীয় ডোজের টিকা না মিলে, তবে করণীয় কী?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মডার্না ও ফাইজার- এই দুই কোম্পানির টিকার মধ্যে যথেষ্ট মিল আছে। ফলে চিন্তার কিছু নেই।
শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. মনিকা গান্ধী জানান, ফাইজার ও মডার্নার টিকা প্রায় একই রকম প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে। এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করেই দুইটি টিকা তৈরি করা হয়েছে।
দুইটি টিকাতেই একই রকম সিক্যুয়েন্স ব্যবহার করা হয়েছে। তবে ব্যবহৃত লিপিডে পার্থক্য থাকলেও এটি খুব একটা গুরুতর নয়। ফলে ভুল হয়ে গেলে চিন্তিত হওয়ার কিছু নেই।
একই সাথে যদি দ্বিতীয় ডোজে ভুল হয়, তবে ওই ব্যক্তিকে 'পূর্ণ টিকাগ্রহীতা' বলা যাবে। তাছাড়া অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখ দেওয়ার সম্ভাবনা নেই।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন