আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

        বস্টনে কয়েক দেশের অভিবাসীদের নাগরিকত্ব শপথ স্থগিত

        মেট্রো কমিটি ৯১ ফ্রি‌ওয়ে প্রসারণের জন্য ৭ মিলিয়ন ডলার অনুমোদন করেছে

        ব্যাংক থেকে ১৫ মিলিয়ন ডলার প্রতারণা: ৭৩ বছরের নারীকে খুঁজছে এফবিআই

রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দোরগোড়ায় ট্রাম্প

রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দোরগোড়ায় ট্রাম্প

অবশেষে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দোরগোড়ায় চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। বাকিটা সময়ের ব্যাপারমাত্র।

ট্রাম্পের এ উত্থানে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে রিপাবলিকান দলের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে। কারো কাছে ট্রাম্প খুবই বিতর্কিত, কারো কাছে তিনিই সেরা।

মঙ্গলবার ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে হেরে মনোনয়ন নির্বাচন থেকে সিনেটর টেড ক্রুজের সরে দাঁড়ানোর ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের পথ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আরেক প্রার্থী জন কাসিচের বসে পড়া ছাড়া কোনো উপায় হয়তো থাকবে না। ফলে নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্পই হচ্ছেন প্রার্থী, এ কথা বলাই যায়।

ট্রাম্প যখন রিপাবলিকান দলের টিকিট পাওয়ার পথে তখন তাকে নিয়ে দলের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে খোমালেমা তার বিরোধিতা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রিপাবলিকান দলের সদস্যরা তাদের ভোটার নিবন্ধনের কাগজ পুড়িয়ে ট্রাম্পের বিরোধিতা করছেন। কেউ আবার ট্রাম্পের দিকে ঝুঁকলেও দাবি করছেন, প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের খুবই প্রিয়ভাজন ট্রাম্প। তা ছাড়া বেশ কিছু রাজ্যে ও ভোটার ব্লকে ট্রাম্প খুবই অজনপ্রিয়- জরিপে তার প্রমাণ মিলেছে। 

টেড ক্রুজের নির্বাচনী ক্যাম্পেইন প্রত্যাহারের ঘোষণার পর মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘আমরা যদি ট্রাম্পকে মনোনিত করি, তবে আমরা ধ্বংস হয়ে যাব ... এবং আমাদের তা হওয়া উচিত।’

তবে সুর পাল্টেছেন ববি জিন্দাল। এবার রিপাবলিকান দলের মনোনয়ন দৌড় থেকে শুরুর দিকে বসে যাওয়া লুজিয়ানার প্রাক্তন গভর্নর ববি জিন্দাল ট্রাম্পের ঘোর বিরোধী হলেও মঙ্গলবার তিনি জানান, সাধারণ নির্বাচনে আমাদের তাকেই (ট্রাম্প) সমর্থন করতে হবে।

প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেস সেক্রেটারি অ্যারি ফ্লেইসচার এককাঠি সরেস হয়ে বলেছেন, ‘যেকোনো দিন হিলারির বিরুদ্ধে আমি ট্রাম্পকেই ভোট দেব, যদিও ট্রাম্পের অনেক বিষয় আছে, যা আমি পছন্দ করি না।’

গত বছরের জুন মাসে রিপাবলিকান দল থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি দুর্বল। কিন্তু হাল ছাড়েননি। প্রথম থেকেই বলে আসছিলেন, তিনিই প্রার্থী হওয়ার দৌড়ে বিজয়ী হবেন এবং প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন।

গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত- এই এক বছরে বিতর্কিত মন্তব্য করে মাঠ গরম রেখেছেন ট্রাম্প। মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া, মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা, চীন-ভারত থেকে কর্মসংস্থান ছিনিয়ে নেওয়া, একদিনে আইএসের শিকড় উপড়ে ফেলা, ৯/১১ হামলায় সৌদি আরবের যুক্ত থাকার দাবি করা- এ রকম আরো অনেক বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে গেছেন ট্রাম্প।

এসব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বও তার ওপর ক্ষ্যাপা। আগের বারের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি, প্রাক্তন প্রেসিডেন্ট জুনিয়র বুশসহ অনেকে তার বিরোধিতা করেছেন। রিপাবলিকান দলের প্রার্থী হলে এসব বিদগ্ধ রাজনীতিককে ট্রাম্প পাশে পাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে অনেক রাজ্যে সিনেট নির্বাচনও হবে। রিপাবলিকান দলের সিনেটর পদপ্রার্থীদের অনেকে ট্রাম্পকে এড়িয়ে চলছেন। কারণ ট্রাম্পের অজনপ্রিয়তার কারণে তাদের হারতে হতে পারে। এ ধরনের আরো হিসাব-নিকাষে ট্রাম্প পেছনে আছেন।

তবে শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে আগে থেকে মন্তব্য করার সুযোগ ট্রাম্পের জয়ের মধ্য দিয়েই বোধ হয় রুদ্ধ হয়ে গেছে। কারণ বেশির ভাগ নির্বাচন বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছিলেন, মনোনয়ন প্রক্রিয়া চলাকালেই ছিঁটকে পড়বেন ট্রাম্প। কিন্তু তা হয়নি। তিনি এগোচ্ছেন দুর্বার, দুর্জেয় গতিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত