আপডেট :

        দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

        গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

        আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পোর্টল্যান্ডে সৈন্য পাঠালেন ট্রাম্প

        ট্রাম্পের নির্দেশে শিকাগোতে ৩০০ ন্যাশনাল গার্ড মোতায়েন

        স্বাস্থ্যসেবা ইস্যুতে কংগ্রেসে তীব্র দ্বন্দ্ব, সোমবার ভাগ্য নির্ধারণী ভোট

        মূল্যস্ফীতির কারণে স্বর্ণের দাম ছুঁইছুঁই দুই লাখ টাকা ভরি প্রতি

        পাহাড়ি এলাকায় সীমানা বিরোধে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫ জনের মধ্যে স্থানীয় ও পুলিশ সদস্য

        এলডিপির শীর্ষে তাকাইচি, জাপানের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে

        ইসরায়েলের আটক অভিযান শেষে তুরস্কে পাঠানো হলো সুমুদ ফ্লোটিলার ১৩৭ কর্মী

        ঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় আইনজীবী আহসান হাবিবকে আটক করেছে পুলিশ

        বর্তমান সহিংসতার সমালোচনায় নুর, বললেন—হাসিনা আমলেও হয়নি এমন হামলা

        আমেরিকানদের গণমাধ্যমে ভরসা ভেঙে পড়ছে, গ্যালাপ বলছে আস্থা সবচেয়ে নিচে

        বিজ্ঞানের নতুন দিগন্ত: জীবন্ত কোষ থেকে কম্পিউটার চালানোর ক্ষুদ্র মস্তিষ্ক উদ্ভাবন

        চরম অস্থিরতার মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করলেন জাপা নেতা

        নাহিদ ইসলাম: কিছু উপদেষ্টা প্রতারণার মাধ্যমে আস্থা ভঙ্গ করেছে

        গাজায় ভয়াবহ প্রাণহানি: ট্রাম্পের নির্দেশ অমান্য করে ইসরায়েলের হামলায় নিহত ৬৭ হাজার

        সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর: ভয় দেখানো নয়, বাস্তব সমস্যার সমাধান করুন

        ‘স্বল্প সময়ের সরকারের সীমাবদ্ধতা আছে’ — সংস্কৃতি উপদেষ্টা

        নবপাচার প্রতিরোধে বাংলাদেশের অগ্রগতি, মার্কিন প্রতিবেদনে প্রশংসা

        এ বছর নারী ও শিশু নির্যাতনের সংখ্যা: হত্যা, ধর্ষণ ও সংঘবদ্ধ হামলার শিকার কতজন?

নিউইয়র্কের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে

নিউইয়র্কের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা এরই মধ্যে ২১ হাজার ছাড়িয়েছে। আমেরিকার অবস্থাও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমেরিকায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আমেরিকায় সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। অঙ্গরাজ্যটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আর ২৬ মার্চ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৩৮৫।
আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে ভয়ের কথা হলো, এর প্রায় অর্ধেকই শনাক্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে এরই মধ্যে মৃতের সংখ্যা ৩৮৫ ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ৬ বাংলাদেশিও।
আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এর পর বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরের কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়। একই সঙ্গে লকডাউনের ঘোষণা দেয়। নিউইয়র্ক কর্তৃপক্ষও দ্রুত এমন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তাতেও ভাইরাসটির সংক্রমণ থামানো যায়নি। বর্তমানে আমেরিকায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

এরই মধ্যে বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়া এ মহামারিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বিচারে আমেরিকা তৃতীয় অবস্থানে চলে এসেছে। চীন ও ইতালির পরই তার অবস্থান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৪ মার্চই সতর্ক করেছিল এই বলে যে, মহামারির পরবর্তী কেন্দ্র হতে পারে আমেরিকা। আক্রান্তের সংখ্যা বিচারে এই সতর্কবার্তা সত্য হতে চলেছে বলেই মনে হয়। মৃতের সংখ্যা বিচারে আমেরিকার বর্তমান অবস্থান ষষ্ঠ। আমেরিকার চেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালি, স্পেন, ইরান, চীন ও ফ্রান্সে।
ইতালিতে মৃতের সংখ্যা এরই মধ্যে সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। স্পেনের অবস্থাও ক্রমে খারাপের দিকে যাচ্ছে। দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। আমেরিকায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়ানোর কারণে করোনাভাইরাস মোকাবিলায় গঠিত হোয়াইট হাউসের টাস্কফোর্সের সদস্য ও মহামারি সম্পর্কিত আমেরিকার সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসক অ্যান্থনি ফাওচি ২৬ মার্চ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত অর্থনীতিকে সচল করার পদক্ষেপ গ্রহণের ইচ্ছা পোষণ করায় তিনি এ সতর্কবার্তা দেন।
অর্থনীতি সচল করা বা আমেরিকানদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরানোর পরিকল্পনার কঠোর সমালোচনা হচ্ছে। অঙ্গরাজ্যগুলো নিজেদের মতো করে প্রতিরোধ পরিকল্পনা তেলি করছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) যেমন মানুষকে সচেতন করতে নানা কার্যক্রম চালাচ্ছে। সর্বশেষ ২৬ মার্চ দেওয়া এক বিবৃতিতে এনওয়াইপিডি জানায়, নিউইয়র্ক নগরীতে মানুষকে সচেতন করতে ৬৬০ জন পুলিশ সদস্যকে নামানো হচ্ছে। তাঁরা মানুষকে পরস্পর থেকে অন্তত ছয় ফুট দূরত্ব রেখে চলাচল করতে প্রচার চালাবেন। না মানলে ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করে বলেন, মানুষ বুঝবে এবং কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন পড়বে না বলে তাঁরা আশাবাদী। কঠোরভাবে এ কার্যক্রম পরিচালনা করা শুরু হবে ৩০ মার্চ থেকে।
এদিকে করোনাভাইরাসের আতঙ্কের কারণে নিউইয়র্ক নগরীর বাসিন্দারা জরুরি নম্বরে (৯১১) অনেক বেশি ফোন করছেন বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে নগরীর দমকল কর্তৃপক্ষ ‘শুধু জরুরি প্রয়োজনেই’ জরুরি সেবা নম্বর ব্যবহারের জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কিত বিবৃতিতে এফডিএনওয়াই বলেছে, ‘যদি শ্বাসকষ্ট, উচ্চ মাত্রার জ্বরসহ গুরুতর লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন। ৯১১-এ ফোন করবেন তখনই, যখন আপনার পক্ষে হাসপাতালে পোঁছানোটাও সম্ভব হচ্ছে না।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত