র্যাপিড এন্টিজেন টেস্টের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পনেরো মিনিটে করোনাভাইরাস সনাক্তের পরীক্ষার জন্য এবট ল্যাবকে অনুমোদন দিয়েছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর সহকারী সেক্রেটারি ব্রেট গ্রিওরির র্যাপিড এন্টিজেন টেস্টকে 'গেইম চেঞ্জার' হিসাবে আখ্যা দিয়েছেন।
অনুমোদনের পরই এবট ল্যাবের শেয়ার মার্কেটের রেট বেড়ে গেছে আট শতাংশ। র্যাপিড এন্টিজেন টেস্টের জন্য এবট বাইন্যাক্সনাউ টেস্ট কীটের খরচ পড়বে পাঁচ ডলার৷ টেস্টের পনেরো মিনিট পরেই মোবাইল এপসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এন্টিজেন টেস্ট গতানুগতিক ফ্লু এর টেস্টের মতোই করা হবে। এজন্য অক্টোবরের মধ্যে ৫০ মিলিয়ন টেস্ট কীট প্রস্তুত করছে এবট ল্যাব। এর মাধ্যমে ১০ মিলিয়ন মানুষ টেস্টের রেজাল্ট জানতে পারবে।
এবট ল্যাবের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞ জোসেফ প্যাট্রোসিনো জানান, ল্যাব টেস্ট করালে যেখানে ফলাফল জানতে এক থেকে দুইদিন অপেক্ষা করতে হয়, সেখানে এন্টিজেন টেস্টের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন