শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ৬ ডিসেম্বর
ছবিঃ এলএবাংলাটাইমস
কাতার বিশ্বকাপ- ২০২২ এর শেষ ষোলোর খেলায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে দুইটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হচ্ছে মরক্কো-স্পেন এবং পর্তুগাল-সুইজারল্যান্ড।
এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় কাতারের অ্যাডুকেশন সিটিতে মুখোমুখি হচ্ছে মরক্কো বনাম স্পেন। কাতার বিশ্বকাপের আসরে চমক দেখানো মরক্কোর সামনে এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার আরও এক সুযোগ। নকআউটে মরক্কানদের বাধা এবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনে। ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পিছনে ফেলে এফ-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক-আউটে উঠেছে মরক্কো। অন্যদিকে, ই-গ্রুপে জাপানের পর দ্বিতীয় স্থান নিশ্চিত করে শেষ ষোলোতে উঠেছে স্প্যানিয়ার্ডরা। বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্মের ব্যর্থতা ও ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে ব্যর্থ হওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে ৭ পয়েন্ট আদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে মরক্কো। এমনকি ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতেও ফুটবল বোদ্ধারা এগিয়ে রেখেছেন আফ্রিকার দলটিকেই। সেনেগালের পর দ্বিতীয় আফ্রিকান দল এবারের আসরে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মরক্কো। ক্রোয়েটদের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করার পর বেলজিয়ামকে ২-০ ও কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করেই নক-আউটে পা রেখেছে মরক্কো। এই নিয়ে দ্বিতীয়াবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে উঠেছে মরক্কো। এর আগে ১৯৮৬ আসরে শেষ ষোলো থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচে অপরাজিত রয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এই ৮ ম্যাচে তারা হজম করেছে মাত্র দুই গোল। লুইস এনরিকের স্পেন অবশ্য এদিক থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাউন্টার অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি স্প্যানিশ রক্ষণভাগ। যার পরিণতি ২-১ গোলে হার। আলভারো মোরাতার ১১ মিনিটের গোলে লিড নিয়েছিল স্পেন। কিন্তু জাপানিজ কোচ হাজিমে মোরিইয়াসুর খেলোয়াড় বদলির কৌশলের কাছে হার মানতে বাধ্য হয় স্পেন।
এ দিনের অপর ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ১১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পর্তুগাল-সুইজারল্যান্ড। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেলেও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যায় পর্তুগাল। নাটকীয় এ পরাজয়ের পরও শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়েই শেষ ষোলোয় ওঠে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। অন্যদিকে, সুইজারল্যান্ড গ্রুপপর্বে ব্রাজিলের বিপক্ষে তেমন সুবিধা করতে না পারলেও বাকি দুই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেলেসাওদের বিপক্ষের ম্যাচটিতে ১-০ ব্যবধানে হারে সুইসরা। তাদের রাফ অ্যান্ড টাফ ফুটবল এবার চাপে ফেলতে পারে পর্তুগালকে। বিশ্বকাপে প্রথমবার ১৯৫৪ সালে খেলার পর থেকে সুইজারল্যান্ড শেষ আটে পৌঁছায়নি। কিন্তু প্রতিবেশী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে গত বছরের ইউরোতে কোয়ার্টারে জায়গা করে নেয় তারা। এবার তাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। এই বছর তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল-সুইজারল্যান্ড। নেশন্স লিগে দুবার মুখোমুখি হয়েছে তারা। ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। অ্যাওয়ে ম্যাচে ০-১ ব্যবধানে হেরেছে তারা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন