নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্লান্ত মোস্তাফিজকে চায় না বিসিবি
ছবিঃ এলএবাংলাটাইমস
কাজের চাপ এবং ক্লান্তি বিবেচনা করে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের পুরো আসরে পেসার মোস্তাফিজুর রহমানকে খেলার জন্য অনুমতি দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চেন্নাই সুপার কিংসের অনুরোধে মোস্তাফিজের অনাপত্তিপত্রের সময় একদিন বাড়িয়েছে বিসিবি। এতে চেন্নাইয়ের জার্সিতে আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ।
আগামী ২ মে দেশে ফিরবেন এই বাঁ-হাতি পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি। কিন্তু তাকে ফিরিয়ে আনার অর্থ এই নয়, আফ্রিকার দেশটির বিপক্ষে খেলবেন তিনি।
বিশেষভাবে কাজের চাপ কমানো এবং শতভাগ ফিট ও সতেজ রাখার জন্যই আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে মোস্তাফিজকে। চলমান আইপিএলে দারুণ ছন্দে আছেন ফিজ। বিদেশী খেলোয়াড়দের মধ্যে ৬ ম্যাচে ১৮ দশমিক ৩০ গড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন তিনি। সবসময়ই জাতীয় দলের স্বার্থ সবার আগে। ২০২১ সালে বিশ্বকাপে যোগ দেয়ার আগে পুরো আইপিএলে খেলেছিলো ওই দুই খেলোয়াড়। তারা ওই সময় ক্লান্ত ছিল।
মোস্তাফিজুরকে নিয়ে বিসিবি কঠোর হলেও তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের বিষয়ে একই রকম নয় বলে মনে হচ্ছে। আবাহনীর জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ নিয়মিত খেলছেন এই দুই পেসার। প্রচণ্ড গরম ও ব্যস্ত আন্তর্জাতিক সূচির পরও প্রশ্ন জাগে, বোর্ড তাদের দিকে খেয়াল রাখছে কিনা। এর আগে তাসকিন আইপিএল খেলার প্রস্তাব পেলেও অনুমতি দেয়নি বিসিবি।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন