ব্রেন্টফোর্ডে ইউনাইটেডের হার, ব্রুনোর পেনাল্টি মিস
ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ব্রেন্টফোর্ডের মাঠে ভয়াবহভাবে হারতে হল রুবেন আমোরিমের দলকে। শনিবার কমিউনিটি স্টেডিয়ামে ৩-১ গোলে উড়ে গেছে ম্যানইউ।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল সফরকারীরা। মাত্র ২০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। দু’টি গোলই করেন ইগর থিয়াগো। প্রথমে জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে ৮ মিনিটে গোল করেন তিনি। এরপর ২০ মিনিটে কেভিন শেডের শট ইউনাইটেডের গোলরক্ষক অল্টায় বেয়িন্দির হাতে জমেনি, রিবাউন্ড থেকে সহজেই জালে বল পাঠান ইগর।
ম্যাচের ২৬ মিনিটে লাইপজিগ থেকে আসা বেনিয়ামিন সেস্কোর গোলে ব্যবধান কমায় ম্যানইউ। এরপর সুযোগ পেয়েছিল সমতায় ফেরারও। কিন্তু ৭৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো ফার্নান্দেজ। এ মৌসুমে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস, আগের ১১ প্রচেষ্টায় শতভাগ সাফল্য থাকলেও এবার যেন ভাগ্য সহায় নয়।
শেষ মুহূর্তে আরও ধাক্কা খায় ইউনাইটেড। যোগ করা সময়ে গোল করে ব্যবধান বাড়ান ব্রেন্টফোর্ডের ম্যাথিয়াস জেনসেন। ফলে চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো রেড ডেভিলসদের। এ মৌসুমে তাদের আরেকটি লজ্জাজনক হার এসেছে চতুর্থ সারির দল গ্রিমসবাই টাউনের বিপক্ষেও।
এই হারের পর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে নেমে গেছে ইউনাইটেড। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রেন্টফোর্ড রয়েছে ১২ নম্বরে। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, আর ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন