আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষের ঝড়ে টাইগারদের জয়ের নায়ক হয়েছেন নুরুল হাসান সোহান এবং শরিফুল ইসলাম।


শেষে জয়ের জন্য ৬ বলে বাংলাদেশের দরকার ছিল দুই রান। আজমতউল্লাহর প্রথম বল লং অন দিয়ে বাউন্ডারিতেই পাঠিয়ে দিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে গেল ৫ বল বাকি রেখেই।


আফগানিস্তানের ১৪৭ রান বাংলাদেশ পেরিয়ে গেল ৮ উইকেট হারিয়ে। ২ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ২–০ ব্যবধানে এগিয়ে ট্রফি নিশ্চিত করেছে।

সিরিজজয়ের ম্যাচে শেষের নায়ক শরীফুল। দশ নম্বরে নেমে ৬ বলে ১১ রান করেছেন এই বাঁহাতি। এর আগে ম্যাচের শুরুতেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন এই শরীফুলই। উইকেট পাননি, কিন্তু প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে আফগানিস্তানের ব্যাটসম্যানদের বড় শট খেলা থেকে আটকে রেখেছিলেন। পরে ডেথ ওভারের বোলিংয়ে ফিরে তিনিই ফিরিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজকে, ৩০ রান করে যিনি আজ আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।


আফগানিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রানে আটকে রাখার পথে বিশেষ ভূমিকা ছিল নাসুম আহমেদ, সাইফউদ্দিনেরও। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন ২২ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ধীরেসুস্থে করেছে আফগানরা। দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল এবং ইবরাহিম জাদরান এগিয়েছেন দেখেশুনে। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৩৫ রান তুলেছে আফগানিস্তান।

আফগানদের ওপেনিং জুটিটা ভেঙেছেন রিশাদ হোসেন। ১৯ বলে ২৩ রান করা আতালকে পারভেজ হোসেন ইমনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রিশাদ। ৫৫ রানের মাথাতে ভেঙেছে ওপেনিং জুটি। আতালের বিদায়ের পর ইবরাহিমের সাথে যোগ দিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।

গুরবাজ এবং ইবরাহিম এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে। দুজনে মিলে দলের বোর্ডে রানও তুলেছেন। ধীর ব্যাটিংয়ে ৩৭ বলে ৩৮ রান করে ইবরাহিম ফিরেছেন দলের ৭১ রানের মাথাতে। গুরবাজ খেলেছেন ২২ বলে ৩০ রানের ইনিংস।

শেষ দিকে ক্রিজে জুটি বাঁধেন মোহাম্মদ নবী এবং আজমতউল্লাহ ওমরজাই। দুজনের ক্যামিওতে ভর করে ১৫০ রানের কাছাকাছি গেছে আফগানিস্তান। তবে থেমেছে ১৫০ রানের আগেই।

নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৭ রান তোলে আফগানিস্তান। ১৭ বলে ১৯ রান করে টিকে ছিলেন ওমরজাই। নবী অপরাজিত ছিলেন ১২ বলে ২০ রান করে। ম্যাচে দুইটি উইকেট নেন রিশাদ হোসেন। ১৩ রান খরচায় ১ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

জবাবে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ফিরেছেন দ্রুত। দুজনই করেছেন ২ রান করে। ৭ বলে ২ রান করেছেন তানজিদ। ৫ বলে ২ রান করেন ইমন। দলের ১৬ রানের মাথাতে সাজঘরে ফিরে যান দুই ওপেনার।

তিন নম্বরে নামা সাইফ হাসান ভালো শুরু পেয়েও বেশি একটা সুবিধা করতে পারেননি। লম্বা হয়নি সাইফের ইনিংস, ১৪ বলে ১৮ রান করে বিদায় নেন সাইফ। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে টাইগাররা।

৪র্থ উইকেটে জুটি বাঁধেন শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিক। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছেন দুজন। জাকের হাঁকিয়েছেন ২টি করে ছক্কা এবং চার। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন জাকের।

জাকেরের বিদায়ের পর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। আগ্রাসী ব্যাটিংয়ে দলের ইনিংস টেনেছেন শামীম। সোহানও সঙ্গ দিয়ে গেছেন। ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলা শামীম আউট হয়েছেন দলের ১০২ রানের মাথাতে।

সোহান ক্রিজে টিকে ছিলেন। সাত নম্বরে সবাইকে কিছুটা চমকে দিয়ে নেমেছেন নাসুম আহমেদ। ১ ছক্কায় ১১ বলে ১০ রান করেছেন নাসুম। পরে মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেন বিদায় নিলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে আরও একবার ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। এবার সঙ্গী হিসেবে ছিলেন শরিফুল ইসলাম। সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের সাথে শরিফুলের ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২ উইকেট নিয়েছেন রশিদ খান। ১টি করে উইকেট শিকার করেন নূর আহমেদ এবং মুজিব উর রহমান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত