ইমেইলে ডেমোক্র্যাট ‘ভোটারদের ইরানের হুমকি’
ছবিঃ এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, মার্কিন ভোটারদের তথ্য রাশিয়া ও ইরানের কাছে রয়েছে। সম্প্রতি ফ্লোরিডাসহ বিভিন্ন রাজ্যে ডেমোক্র্যাট ভোটারদের হুমকি দিয়ে বিভিন্ন ইমেইল পাঠানোর কাজটি করেছে ইরান।
ভোটারদের পাঠানো ওসব ইমেইলে লেখা হচ্ছে, ‘ট্রাম্পকে ভোট দাও। নয়তো দেখে নেব।’ রিপাবলিকান পার্টিতে আসো। আমাদের কথা শুনেছো কি না জানাও।’
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেটক্লিফ বলেন, ‘প্রাউড বয়েজ’ ছদ্মনামে ট্রাম্পের সম্মানহানি করতে ইরান এসব পাঠিয়েছে। ইরানের উদ্দেশ্য উত্তেজনা তৈরি করা।’
ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে। তিনি ভোট দেওয়ার তাগিদ দেন ভোটারদের। রে বলেন, আমরা আরো সতর্ক হতে পেরেছি।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে এর আগে জানায় গোয়েন্দারা। সেসময়, হিলারি ক্লিনটনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়। ট্রাম্পকে সুবিধা দিতে চেয়েছে রাশিয়ার হ্যাকারা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে ৪ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। আগামী ০৩ নভেম্বর লড়বেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাট জো বাইডেন।
শেয়ার করুন