বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম জয়
১২তম এসএ গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-১ গোলে পরাজিত করে তারা।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকলে, সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে দলকে এগিয়ে নেন বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার। কিন্তু চার মিনিট পরই সমতা আনে শ্রীলঙ্কা। পরে ৮৫ মিনিটে আবারো গোল করে দলের জয় নিশ্চিত করেন কৃষ্ণা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এদিকে দিনের অপর খেলায় নেপাল ১-০ গোলে মালদ্বীপকে হারিয়ে তাদের জয়যাত্রা অব্যাহত রাখে।
শেয়ার করুন