শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
শারীরিক উপস্থিতির ক্লাসের প্রতিবাদে ইউনিভার্সিটি অফ মিশিগানে ধর্মঘট
ক্যাম্পাসে প্রতিবাদরত ইউনিভার্সিটি অফ মিশিগানের শিক্ষার্থীরা
করোনাভাইরাস মহামারীর মধ্যে শারীরিক উপস্থিতির ক্লাস ও ক্যাম্পাসে পুলিশের অবস্থানের প্রতিবাদে ইউনিভার্সিটি অফ মিশিগানের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠন গ্র্যাজুয়েট এমপ্লয়ি অর্গানাইজেশন (জিইও) মঙ্গলবার থেকে ধর্মঘট ডেকেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। জিইও’র সদস্যরা মহামারীর সময়ে একাডেমিক বর্ষ শুরু হওয়ার প্রাক্কালে এই ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিরোধ গড়তে তারা প্রস্তুত রয়েছেন।”
১৯৭৫ সালের পর ইউনিভার্সিটি অফ মিশিগানে এবারই প্রথম ধর্মঘট হতে যাচ্ছে।
ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রশাসন শারীরিক উপস্থিতি ও অনলাইন উভয় মাধ্যমেই হাইব্রিড পদ্ধতিতে ক্লাস গ্রহণ শুরু করেছে। ৭০ শতাংশ ক্লাস অনলাইনে হলেও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠন মনে করছে মহামারীর মধ্যে শারীরিক উপস্থিতির ক্লাস নেয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পর্কের বিষয়ও তাদের প্রতিবাদের অন্যতম অংশ।
জিইও’র প্রেসিডেন্ট আমির ফ্লেইশম্যান এ প্রসঙ্গে বলেন, মহামারী বিষয়ে আমাদের দাবি ও ক্যম্পাসে পুলিশি অবস্থানের বিরুদ্ধে আমাদের দাবি অবিচ্ছেদ্দ। সারা দেশে বর্ণবাদী পুলিশের আগ্রাসনের মধ্যেও বিশ্ববিদ্যালয় যেভাবে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে তা-ই প্রমাণ করে এই বিষয়গুলো কীভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রিক ফিটসজেরাল্ড জানান, মিশিগান অঙ্গরাজ্যে সরকারী চাকরিজীবীদের ধর্মঘট নিষিদ্ধ। এছাড়া ইউনিভার্সিটি অফ মিশিগানের সঙ্গে জিইও’র যে চুক্তি তাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বাঁধা সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপ নেয়াও নিষিদ্ধ।”
ধর্মঘটের মধ্যেও বিশ্ববিদ্যালয় তাদের পরিকল্পিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান ফিটসজেরাল্ড।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন