ট্রাম্প-বাইডেনের প্রথম প্রেসিডেন্ট বিতর্ক অনুষ্ঠিত
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন
প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্র্যাট মনোনীত জো বাইডেন নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটিতে অংশ নেন ওহাইওর ক্লিভল্যান্ডে। ফক্স নিউজের ক্রিস ওয়ালেস এই বিতর্কের সঞ্চালনা করেন। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে সুপ্রিম কোর্ট,করনা মহামারী, অর্থনীতি এবং জাতি।
ক্লিভল্যান্ডের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ে এই বিতর্কের অন্যান্য পরিকল্পিত বিষয়বস্তু ছিল নির্বাচনের অখণ্ডতা এবং ট্রাম্প ও বাইডেনের পূর্বের কর্ম।
শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের এবং সামরিক দলের নিন্দা করতে ইচ্ছুক কিনা সঞ্চালক ক্রিস ওয়ালেস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
ট্রাম্প বলেন, "আমি প্রায় সবকিছুই বামপন্থী দৃষ্টিকোণ থেকে দেখি, ডানপন্থী নয়। আমি যে কোন কিছু করতে রাজি আছি। আমি শান্তি চাই।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয় করার জন্য তাদের বক্তব্য তৈরি করেছেন।
বিতর্কে বাইডেন ঠাট্টা করে প্রশ্ন তোলেন: "এই লোকটি আফ্রিকান আমেরিকানদের রক্ষাকর্তা? এই লোকটি কার্যত কিছুই করেনি।”
বাইডেন বলেন, “প্রতি ১০০০ আফ্রিকান আমেরিকানদের মধ্যে ১ জন করোনাভাইরাসের কারণে মারা গেছেন, এবংযদি ট্রাম্প দ্রুত কিছু না করেন, তাহলে তা হবে ৫০০ জনের মধ্যে ১ জন।”
ট্রাম্প করোনাভাইরাসের থেকে আলোচনা ঘুরিয়ে দেন ১৯৯৪ সালে পাস করা একটি অপরাধবিল যা বাইডেন লিখতে এবং পাস করতে সাহায্য করেছিলেন। যার কারণে অন্যান্য বিষয়ের মধ্যে, মাদক অপরাধের জরিমানা বৃদ্ধি করা হয়।
ট্রাম্প বলেন, "আমি এখন মানুষকে জেল থেকে মুক্ত করে দিচ্ছি।"
ট্রাম্প জোর দিয়ে বলেন, “বাইডেন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের প্রতি এ দেশের অন্যান্যদের চাইতে অনেক খারাপ আচরণ করেছেন।”
বিতর্কের সময় ট্রাম্পকে বিশেষভাবে দ্যা নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে তিনি প্রতি বছর ব্যক্তিগত আয়কর মাত্র ৭৫০ ডলারপ্রদান করেছেন। ২০১৬ সাল থেকে ট্রাম্প ছাড়া সকল প্রেসিডেন্ট তাদের কর প্রকাশ্যে প্রকাশ করেছে।
ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জো বাইডেন দ্রুত এই বিষয়টিকে আক্রমণের একটি কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে বলেন, ট্রাম্প "ট্যাক্স কোডের সুযোগ নেন" এবং "একজন স্কুল শিক্ষকের চেয়ে কমকর প্রদান করেন"।
ট্রাম্প এর জবাবে বলেন যে সকল ব্যবসায়ী নেতারা একই কাজ করেন, "যদি না তারা নির্বোধ হয়"।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তাঁর প্রচারণার র্যালিতে উপস্থিত সমর্থকরা সামাজিক দূরত্ব বজায় না করার জন্য তার ওপর কোন নেতিবাচক প্রভাব পড়েনি।
ট্রাম্প তার প্রচারণার র্যালিতে ৩৫ থেকে ৪০ হাজার লোকের উপস্থিতি সম্পর্কে বলেন, "মানুষ আমার কথা শুনতে চায়।"
করোনা মহামারী মোকাবেলার ক্ষেত্রে ট্রাম্পকে"সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন" আখ্যা দিয়ে বাইডেন বলেন, প্রেসিডেন্ট "এ ব্যাপারে বোকা" ট্রাম্প শুধুমাত্র তার নিজের স্বাস্থ্য রক্ষার স্বার্থে মাস্ক নিয়ে চিন্তিত, অন্যদের জন্য নয়।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন